কৃষি যান্ত্রিকীকিরণের মাধ্যমে শ্রমিক সংকট মোকাবেলা করে কৃষিকে লাভজনক করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করে। এর আওতায় চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিস, মধুখালী ০৩ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে রিপার (ধান কর্তন যন্ত্র) ও ০১ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করে। এর মাধ্যমে মধুখালী উপজেলার কৃষক স্বল্প সময়ে ও স্বল্প খরচে ধান কর্তন করতে পারবে। এর মাধ্যমে একদিকে বৃহৎ সংখ্যক কৃষক দ্রুত সময়ের মধ্যে ফসল কর্তন করে পরবর্তী ফসল আবাদে যেতে পারবে। অন্যদিকে যন্ত্রপাতি প্রাপ্ত কৃষক ফসল কর্তনের মাধ্যমে আয় করতে পারবে। ফলে একদিকে ফসল উৎপাদনের বিপ্লব ঘটবে, অন্যদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠী জীবন মান পরিবর্তিত হবে। ফলে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS