Wellcome to National Portal
Main Comtent Skiped
National Rat Eradication Campaign 2022 was auspiciously inaugurated with the theme “Rats eat millions of tons per year, need to control rats to prevent food shortage”.

Title
Brown Spot Disease
Details

রোগের নামঃ

ধানের বাদামী রোগ Brown Spot Disease (Helminthosporium oryzae)

লক্ষণঃ

  • এটি বীজ বাহিত রোগ।
  • এ রোগ পাতা, বীজ ও বাড়ন্ত কান্ডে আক্রমণ করে।
  • পাতায় ডিম্বকৃতির মতে ছোট ছোট বাদামী রঙের দাগ পড়ে।
  • দাগগুলি ক্রমেই পাতায় ছড়িয়ে পড়ে।
  • আক্রমণ বেশী হলে শীষেও আক্রমন হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলা।
  • সুস্থ বীজ ব্যবহার করা।
  • বীজ গরম পানিতে শোধন করা বা প্রোভেবা ভিটাফ্লো ২০০ (২.৫-৩ গ্রাম/কেজি বীজ) দ্বারা বীজ শোধন।
  • রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার।
  • বীজতলা বা জমি সব সময় ভেজা রাখা।
  • জমিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া ও পটাশ ব্যবহার করলে রোগ বাড়ে না।
Attachments
Image
Publish Date
20/09/2021
Archieve Date
22/09/2022