আসন্ন আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুম অতি সন্নিকটে। ৩১/১০/২০১৯ খ্রি: তারিখে অনুষ্ঠেয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট কমিটির সভায় আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমের ধান ও চালের লক্ষ্যমাত্রা ঘোষিত হয়। এ লক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের নিকট হতে আমন ধান ক্রয় করা হবে। প্রকৃত কৃষক তালিকা তৈরীর লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক তালিকা প্রস্তুত করছে। মধুখালী উপজেলার প্রতিটি ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষক তালিকা সংগ্রহ করে আগামী ১২/১১/২০১৯ খ্রি. রোজ মঙ্গলবার উপজেলা কৃষি অফিসে জমা দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হল। উল্ল্যখ্য উপজেলার যে সকল কৃষক আমন ধান বিক্রয়ে ইচ্ছুক তাদের আগামী ১০/১১/২০১৯ খ্রি. তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
এ বছরের কৃষক তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS