রোগের নামঃ
ধানের পাতার লালচে রেখা রোগ Bacterial Leaf Streak (BLS) of Rice (Xanthomonas campestris pv. oryzaicola) ব্যাকটেরিয়াজনিত রোগ।
লক্ষণঃ
- এ রোগ সাধারণত পত্র ফলকের মধ্যে সীমাবদ্ধ থাকে।
- প্রথমে শিরা সমূহের মধ্যবর্তী স্থানে সরু ও হালকা দাগ পড়ে। ক্রমান্বয়ে দাগগুলো বড় হয়ে বাদামী রং ধারণ করে।
- পরবর্তীতে আক্রান্ত ধানের পাতা পুরোটাই বাদামী রঙের হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ফসল কাটার পর নাড়া পুড়ে ফেলা।
- ৫৪ সেঃ তাপমাত্রায় পানিতে ১৫ মিনিট ভিডিােয় রাখলে বীজ ব্যাকটেরিয়ামুক্ত হয়।
- প্রতি লিটার পানিতে ৪-৫ গ্রাম কুপ্রাভিট বা ২ গ্রাম চ্যাম্পিয়িন মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করা।