রোগের নামঃ
ধানের ব্লাস্ট রোগ Blast Disease (Pyricularia oryzae)
লক্ষণঃ
- এ রোগ ধান গাছের তিনটি অংশ আক্রমণ করে যথা- পাতা, কান্ড, ও শীষ।
- প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বকৃতির দাগ সৃষ্টি হয় যা পরে দু’প্রান্তে লম্বা হয়ে চোঁখের মত দেখায়।
- দাগের চারিদিকের প্রান্ত গাঢ় বাদামী রঙের হয় এবং মধ্যভাগ সাদা ছাই রঙের ধোয়। অনেকগুলো দাগ একত্রে মিশে পাতা ঢেকে ফেলতে পারে।
- ফসল এ রোগ কান্ডের গিট আক্রান্ত হয় এবং কালো দাগ পড়ে। আক্রমণ বেশী হলে কান্ড ভেঙ্গে পড়ে।
- একই ভাবে দুধ অবস্থায শীষের গোড়ায় পচন দেখা দিতে পারে, শীষ ভেঙ্গে পড়ে ফলে ধান চিটা হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ভাল বীজ ব্যবহার করা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা যথাঃ বিআর ১৫,১৬,২৩,২৫, ও ব্রিধান- ২৮,৩৩।
- বীজতলা বা জমি ভেজা রাখা।
- ইউরিয়া কম ও পটাশ সার বেশী ব্যবহার করা।
- বীজ শোধন করা যথা প্রোভেবা ভিটাফ্লো ২০০ (২.৫-৩ গ্রাম/কেজি বীজ)।
- রোগ দেখা দিলে ছত্রাকণাশক ব্যবহার করা যথা এডিফেন ০.২%, হোমাই ০.২%, কার্বেন্ডাজিম ০.১% (ব্যাভিষ্টিন/ অটোস্টিন) বা কুপ্রাভিট ০.৪% বা নাটিভো ০.৪% বা ট্রুপার ০.৪৫ হারে চারা ও থোড় অবস্থায় স্প্রে করা।