রোগের নামঃ
ধানের লক্ষীর গু রোগ False Smut Disease (Ustilaginoidea virens)
লক্ষণঃ
- এটি বীজ বাহিত।
- এ রোগ বাতাসের সাহায্যে ছড়ায়।
- এ রোগ ধানের দুধ অবস্থা হতে ধান পাকার সময পর্যন্ত দেখা যায়।
- ছত্রাকটি একটি সবুজ সোনালী রঙের বলের ন্যায় দেখতে।
- চিকন ও সরু জাতীয় আমন ধানে এ রোগ বেশী হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুমে ব্যবহার করা।
- রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করা।
- শীষ বের হবার সময় ছত্রাকনাশক ব্যবহার করা যথা- কুপ্রাভিট (০.৪%), প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি ০.১%), ব্যাভিষ্টিন (০.১%)।