Wellcome to National Portal
Main Comtent Skiped
National Rat Eradication Campaign 2022 was auspiciously inaugurated with the theme “Rats eat millions of tons per year, need to control rats to prevent food shortage”.

Title
Ropa Aman Producer list
Details

আসন্ন আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুম অতি সন্নিকটে। ৩১/১০/২০১৯ খ্রি: তারিখে অনুষ্ঠেয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট কমিটির সভায় আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমের ধান ও চালের লক্ষ্যমাত্রা ঘোষিত হয়। এ লক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের নিকট হতে আমন ধান ক্রয় করা হবে। প্রকৃত কৃষক তালিকা তৈরীর লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক তালিকা প্রস্তুত করেছে। মধুখালী উপজেলার প্রতিটি ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ রোপা আমন ধান উৎপাদনকারী এবং সরকারের নিকট বিক্রয়ে আগ্রহী প্রকৃত কৃষক তালিকা সংগ্রহ করেছে।  বিভিন্ন ব্লক থেকে প্রাপ্ত তথ্যের আলোকে প্রতি ইউনিয়নের কৃষক তালিকা পিডিএফ ফাইল আকারে আপলোড করা হয়েছে। এর বাইরে প্রকৃত কৃষক তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে তালিকায় সংযুক্ত করার সুযোগ রয়েছে। উল্লেখ্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পরিদর্শণ করে প্রকৃত ও আগ্রহী কৃষকদের তালিকা প্রণয়ন করেছেন।

Publish Date
18/11/2019
Archieve Date
30/04/2020