কৃষি যান্ত্রিকীকিরণের মাধ্যমে শ্রমিক সংকট মোকাবেলা করে কৃষিকে লাভজনক করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করে। এর আওতায় চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিস, মধুখালী ০৩ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে রিপার (ধান কর্তন যন্ত্র) ও ০১ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করে।
বিগত বছরগুলোতেও কৃষকদের মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হয়। ফলে এই উপজেলায় যে পরিমাণ কৃষি যন্ত্রপাতি রয়েছে তার তালিকাসহ যোগাযোগের নম্বর যুক্ত করা হল। ফলে খুব সহজে কৃষক তার প্রয়োজন অনুযায়ী কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল কর্তনের জন্য ভর্তুকিতে প্রাপ্ত কৃষকদের সাথে যোগাযোগ করতে পারবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস