Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“বছরে ইঁদুর খাচ্ছে লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান 2022 এর শুভ উদ্বোধন  অনুষ্ঠিত হয়।


শিরোনাম
ধানের পামরী পোকা দমনে করণীয়
বিস্তারিত

পামরী পোকা কালচে নীল রং এর এবং উজ্জল কাটাঁযুক্ত। কীড়াগুলো অতি ক্ষুদ্র এবং হলদে ধরনের। বয়স্ক পোকার পাখায় কমলা বাদামী স্ট্রাইপ ও ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়। জীবনচক্রের স্তর চারটি: (ডিম-৪-৬দিন),লার্ভা(২১-২৮দিন),পিউপা(৬-৭ দিন),পূর্ণাঙ্গ(৭-১০দিন)জীবনকাল ৪৫-৫১ দিন, জীবনচক্র ২৪-২৯দিন এবং বৎসরে কমপক্ষে ৪বার বংশ বিস্তার করতে পারে।

প্রতিটি স্ত্রীপোকা ৩-৪ দিনের মধ্যে প্র্রায় ৩০০টি ডিম দেয়। বয়স্ক পোকার পাখায় কমলা বাদামী স্ট্রাইপ ও ঢেউ খেলানো অসংখ্য দাগ দেখা যায়।

আক্রমণ মৌসুম
আমন মৌসুমে এর প্রাদূর্ভাব বেশী তবে আউশ ও বোরো মৌসুমেও এদের প্রাদুর্ভাব দেখা যায়।

অনুকুল পরিবেশ উচ্চ তাপমাত্রা (২৫-৩০ ডিগ্রি সেঃ),উচ্চ আদ্রতা (৮০%উপরে),অতিরিক্ত বৃষ্টি, ক্রমাগত কয়েকদিন যাবত রাত্রের তাপমাত্রা উঠানামা, মৌসুমের শুরুতে ঘন বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টির অভাব, বিকল্প পোষাকের উপস্থিতি (আড়াইল, শ্যামা, আঙ্গুরী ঘাস।

বাড়ন্ত ধানের জমিতে আক্রমণ বেশী এবং ধান পাকার সময় থাকে না।

পূর্ণবয়স্ক পোকা নতুন ধান ফসলে স্থানান্তরিত হয়ে সেখানে আক্রমন করে।

একটি কীড়া তার জীবনকালে ১২.৪ বর্গ মি. মি. এবং একটি বয়স্ক পোকা প্রতিদিন ২৫ বর্গ মি. মি. পাতা খেতে পারে।

প্রতিকার:

ধানের চারা পামরী পোকার ডিম, কীড়া এবং পূর্ণবয়স্ক পোকা মুক্ত থাকতে হবে।

জমির মুড়ি ফসল না রাখা।

আইল বা পার্শ্ববর্তী জায়াগার আড়ালী ঘাস ও আগাছা নষ্ট করতে হবে।

হাত জালের সাহায্যে বয়স্ক পোকা ধরে মাটিতে পুতে ফেলা।

গাছে কুশী ছাড়ার শেষ সময় পর্যন্ত আক্রান্ত জমির পাতার গোড়ার ২.৫-৪.০০ সেঃমিঃ রেখে বাকী অংশ কেটে মাটিতে পুতে ফেলা এতে পামরী পোকার কীড়া মেরে ফেলে পরবর্তী আক্রমন রোধ করা যায়।

শতকরা ৩৫ ভাগ পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোছা ধান গাছে ৪টি পূর্ণবয়স্ক পোকা থাকলে রাসায়নিক দমনের সাহায্য নিবে।

রাসায়নিক দমন ব্যবস্থাপনা

ইমিটাক্লোপ্রিড-( টিডো/ইমিটাফ/বিলডর/বাম্পার/বিকোসিড/ইমপেল/ইমু/জাদীদ/গেইন/রেলী/তেজ/ অন্য যেকোন একটি ০.৫-১ মিঃলিঃ/ লিটার পানিতে মিশে স্প্রে করা।
ম্যালথিয়ন( ফাইফানন/ফাইকম/ ম্যালাথিয়ন/এ্যামকোমালা/জি-থিয়ন/পেসনন/কিলথিয়ন/ম্যালটন/মিথিয়াল/ অন্য যেকোন একটি ২ মিঃলিঃ/ লিটার পানিতে মিশে স্প্রে করা।

আইসোপ্রোকার্ব (মিপসিন ৭৫ ডব্লিউ পি)/ অন্য যেকোন একটি ২ গ্রাম/ লিটার পানিতে মিশে স্প্রে করা।

কার্বোসালফান( মারশাল/সানসালফান/এডভানটেজ/ এমিটেজ/বেনিফিট করসালফান/ই-ফেন/জেনারেল/টাচ) অন্য যেকোন একটি ২ মিঃলিঃ/ লিটার পানিতে মিশে স্প্রে করা।

কার্বারিল( ভিটাব্রিল ৮৫ ডব্লিউপি/ সেভিন ৮৫ ডব্লিউপি)/ অন্য যেকোন একটি ২ গ্রাম/ লিটার পানিতে মিশে স্প্রে করা।
ডাইমেথোয়েট-৪০ ইসি (টাফগর/বিষ্টারথোয়েট/ ডাইমেক্সিয়ন/ডেল্টাথোয়েট/ডপলারম্যাক্স/ডাইমেগ্রো/হোমোথোয়েট/রগোর এল)/ অন্য যেকোন একটি ২ মিঃলিঃ/ লিটার পানিতে মিশে স্প্রে করা। ২ লিটার পানি প্রতি শতক জমি।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/09/2021
আর্কাইভ তারিখ
27/04/2023