Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“বছরে ইঁদুর খাচ্ছে লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান 2022 এর শুভ উদ্বোধন  অনুষ্ঠিত হয়।


শিরোনাম
ধানের পাতার লালচে রেখা রোগ দমনে করণীয়
বিস্তারিত

রোগের নামঃ

ধানের পাতার লালচে রেখা রোগ Bacterial Leaf Streak (BLS) of Rice (Xanthomonas campestris pv. oryzaicola) ব্যাকটেরিয়াজনিত রোগ।

লক্ষণঃ

  • এ রোগ সাধারণত পত্র ফলকের মধ্যে সীমাবদ্ধ থাকে।
  • প্রথমে শিরা সমূহের মধ্যবর্তী স্থানে সরু ও হালকা দাগ পড়ে। ক্রমান্বয়ে দাগগুলো বড় হয়ে বাদামী রং ধারণ করে।
  • পরবর্তীতে আক্রান্ত ধানের পাতা পুরোটাই বাদামী রঙের হয়ে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ফসল কাটার পর নাড়া পুড়ে ফেলা।
  • ৫৪ সেঃ তাপমাত্রায় পানিতে ১৫ মিনিট ভিডিােয় রাখলে বীজ ব্যাকটেরিয়ামুক্ত হয়।
  • প্রতি লিটার পানিতে ৪-৫ গ্রাম কুপ্রাভিট বা ২ গ্রাম চ্যাম্পিয়িন মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করা।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
15/09/2021
আর্কাইভ তারিখ
28/09/2023