Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“বছরে ইঁদুর খাচ্ছে লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান 2022 এর শুভ উদ্বোধন  অনুষ্ঠিত হয়।


শিরোনাম
ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ!
বিস্তারিত
“সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের আওতায় মধুখালী উপজেলার একজন কৃষককে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারি, আলফাডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মন্জুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তুকি প্রাপ্ত কৃষককে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর করেন। ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী; জনাব মোঃ মুরাদুজ্জামান ,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী; জনাব মোর্শেদা আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদ, মধুখালী। স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ মধুখালীর বিভিন্ন স্তরের সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জনাব আলভীর রহমানের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। প্রধান অতিথির হাত থেকে চাবি হস্তান্তর শেষে উপজেলা কৃষি অফিসার কম্বাইন হারভেস্টার গৃহীত কৃষককে হারভেস্টারের সুবিধা, সরকারের নীতিমালা ও পরিকল্পনা বিষয়ে ব্যাখ্যা করেন।
কৃষিতে যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার এলাকাভেদে ভুর্তুকিমূল্যে (মধুখালীতে ৫০%) আগ্রহী কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।
কৃষি ও কৃষকের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
মধুখালীর কৃষি ও কৃষকের পাশে উপজেলা কৃষি অফিস, মধুখালী।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/10/2021
আর্কাইভ তারিখ
09/03/2023