২০২১-২২ অর্থবছরের আওতায় প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে নাবী পাট বীজ ও সার বিতরণ করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে কৃষক প্রশিক্ষক কেন্দ্র, মধুখালীতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জন কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক ০.৫ কেজি পাট বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পায়। মূলত কৃষকদের পাট বীজ উৎপাদনে উৎসাহিত করতে সরকারের বিশেষ কর্মসূচী। উপজেলা কৃষি অফিস, মধুখালীর আয়োজনে প্রণোদনা বিতরণ অনুষঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী; জনাব আলভীর রহমান, উপজেলা কৃষি অফিসারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সম্মানিত কৃষকবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস