অনাবাদি পতিত জমি ও বিসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুদিন ব্যাপী (৮-৯ সেপ্টেম্বর ২০২১) কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী (১৫ দম্পতি) অংশগ্রহণ করি। দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ পারিবারিক পুষ্টিবাগানের প্রয়োজনীয়তা ও পতিত জমির ব্যবহারের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষিবিদ ড. মোঃ হযরত আলী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আলভীর রহমান, উপজেলা কৃষি অফিসার, মধুখালী; জনাব মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, ফরিদপুর। উপজেলা কৃষি অফিস, মধুখালী উক্ত প্রশিক্ষণের আয়োজন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস