শিরোনাম
রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন!!!
বিস্তারিত
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মধুখালী উপজেলায় বিভিন্ন প্রদর্শনী সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আজ (০৯/১0/২০২১) উপজেলার জাহাপুর ও মুরারদিয়া ব্লকে ব্রি ধান ৭৫ এর দুইটি প্রদর্শনীর নমুনা শস্য কর্তন করা হয়। নমুনা শস্য কর্তনে উপস্থিত ছিলেন শ্রদ্ধাভাজন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর স্যার; শ্রদ্ধাভাজন জনাব কৃষিবিদ আলভির রহমান, উপজেলা কৃষি অফিসার, মধুখালী স্যার; জনাব মোঃ রফিকুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অফিসার, নাদিরা বেগম, উপসহকারী কৃষি অফিসার, জাহাপুর ব্লক, জনাব লতিফা, উপসহকারী কৃষি অফিসার, মুরারদিয়া ব্লক ও স্থানীয় কৃষক বৃন্দ।
প্রদর্শনী বাস্তবায়নকারী দুইজন সম্মানিত কৃষক ধানের ফলনে খুশি এবং এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত প্যাটার্নভিত্তিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷