রিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে উপজেলার বন্দর গ্রামের একটি বাড়িতে ভেজাল সার কারখানাটি সিলগালা করা হয়।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বাংলানিউজকে জানান, ওই বাড়িটি ভাড়া নিয়ে সার কারখানা গড়ে তোলেন রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার আনন্দবাজার গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে পারভেজ শেখ। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির দায়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া কারখানাটি থেকে চার লক্ষাধিক টাকার ভেজাল সার তৈরির উপকরণ ও সার জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ভেজাল সার তৈরির কাজে ব্যবহৃত একটি মিক্সিং যন্ত্রও জব্দ করা হয়। তবে অভিযানের সময় কারখানাটির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তারা আগেই পালিয়ে যান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস